নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের শাস্তির দাবি

হাওর বার্তা ডেস্কঃ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বিভিন্ন সংগঠন।

স্থানীয় সময় রোববার সেক্টর কমান্ডারস ফোরাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আলাদা আলাদা বিবৃতিতে এ দাবি জানায়।

বিবৃতিগুলোতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতারা।

এর আগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সচেতন প্রবাসীদের ব্যানারে র‌্যালি করে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতাকারীদের ‘ঔদ্ধত্য’ এর শাস্তির দাবি জানানো হয়।

কর্মসূচির সমন্বয়কারি তোফাজ্জল লিটনের সঞ্চালনায় মুজাহিদ আনসারী, নুরল আমিন বাবু, মাহফুজুল হক হায়দার, গোলাম কিবরিয়া অনু, শিবলী সাদিক, বিভাস মল্লিক প্রমুখ বক্তব্য দেন ওই র‌্যালিতে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর