ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাশির শব্দ জানাবে কোভিডের উপস্থিতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ১৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন গবেষকদের একটি দল করোনাভাইরাস চেনার বিশেষ প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। এ গবেষণা সফল হলে কাশি থেকেই কোভিড সংক্রমণ ধরা পড়বে৷

‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মানুষের জীবনের অনেক কিছুই খুব দ্রুত বদলে দিচ্ছে৷ ইতিমধ্যে এআই ব্যবহার করে স্মার্টফোনে গলার শব্দ দিয়ে বাসার আলো-পাখা থেকে রান্নাঘরের চুলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে৷ এবার সেই প্রযুক্তিই ব্যবহৃত হবে কোভিড সংক্রমণের উপসর্গ শনাক্তের ক্ষেত্রেও।

গবেষকরা বলছেন, শিগগিরই আসতে পারে এমন অ্যাপ। ব্যবহারকারীর কাশির আওয়াজ শুনেই বলে দিতে পারবে তা কোভিড-সংক্রমণের লক্ষণ কিনা৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অh টেকনোলজির (এমআইটি) তিনজন গবেষক জর্ডি লুগার্তা, ফেরান হুয়েটো ও ব্রায়ান সুব্রিয়ানা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন৷ এপ্রিল ও মে মাসে প্রায় ৫ হাজার ৩২০ জনের অডিও রেকর্ডিং জোগাড় করেন তারা৷ এর পর থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ কাশির আওয়াজের পাশাপাশি কথা বলার ধরনকেও পরীক্ষা করছেন তারা৷

প্রাথমিক ধাপের ফল তাদের কাছে আশাজনক মনে হয়েছে৷ এখন পর্যন্ত গবেষণার ফল আইইইই ওপেন জার্নাল অব ইঞ্জিনিয়ারিং-ইন মেডিসিন অ্যান্ড বায়োলজিতে প্রকাশ করেছেন তারা৷

সেখানে তারা বলেছেন,  করোনা সংক্রমণের যে পরীক্ষা পদ্ধতিগুলো সোয়াব টেস্ট, তার সঙ্গে তুলনা করলে দেখা যায়, অডিও রেকর্ডিং পরীক্ষার এই নতুন মডেল প্রায় ৯৪ দশমিক ২ শতাংশ ক্ষেত্রেই সঠিক মূল্যায়ন করছে৷’

কিন্তু এসিম্পটোম্যাটিক বা উপসর্গহীন সংক্রমিতের ক্ষেত্রে এ পদ্ধতি ৮৩ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে সফল৷

গবেষকরা বলছেন, ১০০ শতাংশ নির্ভুল মডেলে পৌঁছতে তাদের আরও অনেক বেশি নমুনা সংগ্রহ করতে হবে৷ তবে নির্ভুল মডেলে পৌঁছলেও এ পদ্ধতি কখনই বর্তমানে প্রচলিত পরীক্ষা পদ্ধতিকে পুরোপুরি অপ্রয়োজনীয় করে ফেলবে না৷ বরং এ পদ্ধতি মূল টেস্টের সহায়ক হিসেবেই কাজ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কাশির শব্দ জানাবে কোভিডের উপস্থিতি

আপডেট টাইম : ০২:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন গবেষকদের একটি দল করোনাভাইরাস চেনার বিশেষ প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। এ গবেষণা সফল হলে কাশি থেকেই কোভিড সংক্রমণ ধরা পড়বে৷

‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মানুষের জীবনের অনেক কিছুই খুব দ্রুত বদলে দিচ্ছে৷ ইতিমধ্যে এআই ব্যবহার করে স্মার্টফোনে গলার শব্দ দিয়ে বাসার আলো-পাখা থেকে রান্নাঘরের চুলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে৷ এবার সেই প্রযুক্তিই ব্যবহৃত হবে কোভিড সংক্রমণের উপসর্গ শনাক্তের ক্ষেত্রেও।

গবেষকরা বলছেন, শিগগিরই আসতে পারে এমন অ্যাপ। ব্যবহারকারীর কাশির আওয়াজ শুনেই বলে দিতে পারবে তা কোভিড-সংক্রমণের লক্ষণ কিনা৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অh টেকনোলজির (এমআইটি) তিনজন গবেষক জর্ডি লুগার্তা, ফেরান হুয়েটো ও ব্রায়ান সুব্রিয়ানা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন৷ এপ্রিল ও মে মাসে প্রায় ৫ হাজার ৩২০ জনের অডিও রেকর্ডিং জোগাড় করেন তারা৷ এর পর থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ কাশির আওয়াজের পাশাপাশি কথা বলার ধরনকেও পরীক্ষা করছেন তারা৷

প্রাথমিক ধাপের ফল তাদের কাছে আশাজনক মনে হয়েছে৷ এখন পর্যন্ত গবেষণার ফল আইইইই ওপেন জার্নাল অব ইঞ্জিনিয়ারিং-ইন মেডিসিন অ্যান্ড বায়োলজিতে প্রকাশ করেছেন তারা৷

সেখানে তারা বলেছেন,  করোনা সংক্রমণের যে পরীক্ষা পদ্ধতিগুলো সোয়াব টেস্ট, তার সঙ্গে তুলনা করলে দেখা যায়, অডিও রেকর্ডিং পরীক্ষার এই নতুন মডেল প্রায় ৯৪ দশমিক ২ শতাংশ ক্ষেত্রেই সঠিক মূল্যায়ন করছে৷’

কিন্তু এসিম্পটোম্যাটিক বা উপসর্গহীন সংক্রমিতের ক্ষেত্রে এ পদ্ধতি ৮৩ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে সফল৷

গবেষকরা বলছেন, ১০০ শতাংশ নির্ভুল মডেলে পৌঁছতে তাদের আরও অনেক বেশি নমুনা সংগ্রহ করতে হবে৷ তবে নির্ভুল মডেলে পৌঁছলেও এ পদ্ধতি কখনই বর্তমানে প্রচলিত পরীক্ষা পদ্ধতিকে পুরোপুরি অপ্রয়োজনীয় করে ফেলবে না৷ বরং এ পদ্ধতি মূল টেস্টের সহায়ক হিসেবেই কাজ করবে।