হাওর বার্তা ডেস্কঃ অতীতে নিজের বেফাঁস কথাবার্তা ও উদ্ভট সব কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত, লজ্জিত ভারতের রিয়েলিটি শো দিয়ে আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল।
রোববার দুপুরে তিনি গণমাধ্যমকে জানান, অতীতে নিজের বেফাঁস কথাবার্তা ও উদ্ভট সব কর্মকাণ্ডের জন্য তিনি অনুতপ্ত ও লজ্জিত।
খুব শিগগির নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন নোবেল।
বাংলাদেশের ছেলে নোবেল ভারতের একটি রিয়েলিটি শোতে গান গেয়ে আলোচিত। অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া নোবেল হঠাৎ করেই দেশের কিংবদন্তিদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে সমালোচনার মধ্যে পড়েন।
নোবেল বলেন, আমার অতীতের কথাবার্তা কিংবা কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত ও অনুতপ্ত। আমি আমার কথাগুলো আরও গুছিয়ে, আরও সুন্দরভাবে ভক্তদের জানাতে চাই।
তিনি বলেন, ওই সময়টায় আমার জীবনটা কেমন জানি হয়ে গিয়েছিল। আমার পাশে কেউই ছিল না। না বুঝে অনেক কিছুই করে ফেলেছি। আস্তে আস্তে এখন সবই বুঝতে পারছি। মনে মনে ভীষণ অনুতপ্ত হচ্ছি।