ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে আবারো বেড়েছে প্রাণহানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ১২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। যেখানে দৈনিক প্রাণহানির হার আবারও হাজারের দোরগোড়ায় পৌঁছেছে। গত একদিনে দেশটিতে ৯৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও প্রায় ষাট হাজার মানুষ। যদিও সুস্থতা লাভ করেছেন প্রায় দুই-তৃতীয়াংশ রোগী।  

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ হাজার ৬৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮১ লাখ ৫০ হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৭০ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ২১ হাজার ৮৪৩ জনে ঠেকেছে। যদিও সংক্রমিতদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ৫২ লাখ ৭৮ হাজার ৭৫৩ জন রোগী।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ সাড়ে ৬৫ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৭৬০ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫১ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৩০৮ জনের। ফ্লোরিডায় করোনার শিকার প্রায় ৭ লাখ ৪২ হাজার। ইতোমধ্যে সেখানে ১৫ হাজার ৫৯৮ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ১৩ হাজারের বেশি।  এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৪২৬ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৪৭০ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ৩১ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৩২০ জন।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ২৮ হাজারের কাছাকাছি। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৭৭২ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ২০ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৩২২ জনের।

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, , লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

যুক্তরাষ্ট্রে আবারো বেড়েছে প্রাণহানি

আপডেট টাইম : ১০:২৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। যেখানে দৈনিক প্রাণহানির হার আবারও হাজারের দোরগোড়ায় পৌঁছেছে। গত একদিনে দেশটিতে ৯৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও প্রায় ষাট হাজার মানুষ। যদিও সুস্থতা লাভ করেছেন প্রায় দুই-তৃতীয়াংশ রোগী।  

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ হাজার ৬৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮১ লাখ ৫০ হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৭০ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ২১ হাজার ৮৪৩ জনে ঠেকেছে। যদিও সংক্রমিতদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ৫২ লাখ ৭৮ হাজার ৭৫৩ জন রোগী।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ সাড়ে ৬৫ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৭৬০ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫১ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৩০৮ জনের। ফ্লোরিডায় করোনার শিকার প্রায় ৭ লাখ ৪২ হাজার। ইতোমধ্যে সেখানে ১৫ হাজার ৫৯৮ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ১৩ হাজারের বেশি।  এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৪২৬ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৪৭০ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ৩১ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৩২০ জন।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ২৮ হাজারের কাছাকাছি। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৭৭২ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ২০ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৩২২ জনের।

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, , লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।