জুতার কারখানার আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় জুতা তৈরি কারখানায় আগুন লাগার পাঁচ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।  অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

গতকাল শনিবার এফ ডি ফুটওয়্যার লিমিটেড নামে ওই কাখানায় বিকেল চারটার দিকে আগুন লাগে। পরে রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ফায়ার ম্যান মো. সাব্বির হোসেন আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম জানান, ইপিজেড, মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর