করোনা: বিশ্বজুড়ে একদিনে নতুন সংক্রমণ সাড়ে ৩ লাখের বেশি

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় রেকর্ড সাড়ে তিন লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ।

দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে ভারত। দেশটিতে শুক্রবার মারা গেছেন প্রায় একহাজার মানুষ। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৩ হাজারের বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। মারা গেছে প্রায় ৯শ’ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ১৮ হাজারের বেশি।

এদিন কোভিড নাইনটিতে ব্রাজিলে মৃত্যু হয়েছে সাড়া ৬শ’ মানুষের। আর আর্জেন্টিনায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষের শরীরে। মারা গেছেন ৫ শতাধিক মানুষ।

স্পেনে মৃত্যু হয়েছে আড়াইশো জনের। এ নিয়ে করোনা ভাইরাসে বিশ্বে মোট প্রাণহানি হয়ছে ১ লাখ ৭২ হাজার মানুষের। মোট রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৭১ লাখের কাছাকাছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর