হাওর বার্তা ডেস্কঃ ঐশী নামের বখে যাওয়া মেয়ের হাতে ২০১৩ সালের ১৪ই আগস্ট পুলিশ কর্মকর্তা বাবা আর মা খুন হওয়ার ঘটনা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেই সত্য ঘটনা অবলম্বন করেই ক্রাইম থ্রিলার ‘আগস্ট ১৪’ নির্মাণ করে আলোচনায় আসেন নির্মাতা শিহাব শাহীন। সেই ধারাবাহিকতায় আবারো সত্য ঘটনা অবলম্বনে তিনি নির্মাণ করছেন ক্রাইম থ্রিলার ‘মরীচিকা’। জানা যায়, ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে ১৮ বছর আগে ঘটে যাওয়া মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যাকাণ্ড নিয়ে। গেল কয়েকদিন ধরেই রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে সিরিজটির চিত্রায়ণ হচ্ছে। এতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, ফারজানা রিক্তা, ফারহান আহমেদ জোভান ও মাহিয়া মাহি। তবে সিরিজটিতে এবার চমক হিসেবে যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তবে নায়ক নয়, এখানে গল্পের খলনায়ক হিসেবে দেখা যাবে নিশোকে।
গল্পে মাস্টার মাইন্ড ও সাইলেন্ট কিলার এই অভিনেতা। বিগ বাজেটের ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফরম ‘চরকি’তে মুক্তি পাবে বলে জানা যায়। এদিকে নিশো বর্তমানে একাধিক খণ্ড নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এসব নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভার্সেটাইল এ অভিনেতাকে।