হাওর বার্তা ডেস্কঃ আগে শিল্প মাধ্যমে কাজ করতেন শিক্ষিত মানুষেরা। এখন শিল্পকর্মে বিভিন্ন পেশার লোক ঢুকে গেছে। তারা নাটক-ছবি নির্মাণ করছেন। তারা শিল্পের উন্নতির চেয়ে নিজেদেরকে বেশি প্রাধান্য দিচ্ছেন। এমন অনেক কিছুর কারণে এখন আর আগের মতো কাজ হচ্ছে না। মানবজমিনকে এভাবে কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। এই সময়ে টিভি নাটকের মান নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য শোনা যায়। কেউ বলছেন নাটকের বাজেট ভালো না।
আবার কেউ বলছেন এখন নাটক শুধু নায়ক-নায়িকা নির্ভর হয়ে গেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? প্রশ্নের উত্তরে তিনি বলেন, একক নাটক এখন বেশির ভাগ নায়ক-নায়িকা নির্ভর এটি ঠিক। ধারাবাহিক নাটকে পাশর্^ চরিত্র থাকলেও আগের মতো নেই। সত্যি বলতে, আমাদের এখন চাহিদা কম লোক বেশি। আগে টিভি চ্যানেলগুলো নাটক নির্মাতাদের কাছ থেকে চেয়ে নিতো। এখন হচ্ছে তার বিপরীত। অনেক নির্মাতা চ্যানেলে নাটক দিয়ে আসেন। চ্যানেল তাদের চাহিদার তুলনায় নাটক বেশি পাচ্ছে বলে বাজেট কমিয়ে দিয়েছে। ভালো নির্মাতাদের বাইরে অনেক অদক্ষ নির্মাতারাও নিয়মিত কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি এই অভিনেতা নাটকও লিখছেন। ২০১১ সাল থেকে তিনি নাটক নাটক লিখছেন বলে জানান। সম্প্রতি ‘জেল ফেরত জামাই’ শিরোনামের একটি নাটক লিখেছেন তিনি। এটি নির্মাণ করেন জুয়েল রানা। এর আগে এই অভিনেতার ‘উচ্চ বংশ পাত্র চাই’, ‘কাল সাপের দংশন’ ও ‘দুই বাসিন্দা’ শিরোনামের নাটকগুলো বেশ জনপ্রিয়তা পায়। গেল কয়েকদিন ফারুক খানিকটা অসুস্থ। তাই কোনো শুটিং করছেন না। এই সময়ে বাসায় আরো একটি নাটকের স্ক্রীপ্ট লিখছেন তিনি। এদিকে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক। বর্তমানে তিনি নির্মাতা অঞ্জন আইচ, ইমরান হাওলাদার, ফজলুল সেলিম, শেখ সেলিম, সৈয়দ শাকিল, ফরিদুল হাসান, মোস্তফা কামাল রাজ ও আবু হায়াত মাহমুদসহ কয়েকজন নির্মাতার ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।