হাওর বার্তা ডেস্কঃ শিগগিরই গেম অফ থ্রোনস তারকা ব্রিটিশ দম্পতি কিট হ্যারিংটন এবং রোজ লেসলির ঘরে আসছে প্রথম সন্তান। আনুষ্ঠানিকভাবে এই খবর না প্রকাশ না করলেও ব্রিটিশ এক ম্যাগাজিনকে প্রথম সন্তানের খবর নিশ্চিত করেছেন রোজ লেসলি।
গত শনিবার মেক ম্যাগাজিনের ফ্যাশন এডিটর উরসুলা লেক লেসলির বেবি বাম্পের সাদাকালো ছবি প্রকাশ করেছেন।
ইস্টাগ্রামে ছবি পোস্ট করে লেক লিখেছেন, মেক ম্যাগাজিনের কভার স্টোরিটির জন্য রোজ লেসলির সঙ্গে কাজ করাটা চমৎকার!
২০১২ সালে গেম অফ থ্রোনসে দেখা হয় কিট হ্যারিংটন এবং রোজ লেসলির এবং সে বছরই তাদের প্রেমে পড়ার খবর চাউর হয়।
এরপর ২০১৭ সালের সেপ্টম্বরে এই যুগল এনগেজমেন্টের তারিখ ঘোষণা দেয়। এবং ২০১৮ সালের জুনে বিয়ের পিড়িতে বসে।