প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মেয়াদ বাড়ল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৭ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবুল কালাম আজাদকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান মো. আবুল কালাম আজাদ। এর আগে তিনি একই কার্যালয়ে
সচিব হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, আবুল কালাম আজাদ বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা। জামালপুরের এ কর্মকর্তার ৬ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর