হাওর বার্তা ডেস্কঃ রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর কোন সিদ্ধান্ত হয়নি। আবারও ট্রেনের ভাড়া বাড়ছে এমন খবরের পরেই এ কথা বললেন রেলপথমন্ত্রী। সোমবার (৩১ আগস্ট) রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কাজ চলছে।’ মন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে রেলের ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।