দিল্লির দাঙ্গায় মুসলিমবিরোধী অবস্থান ছিল পুলিশের: অ্যামনেস্টি

হাওর বার্তা ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রতিক দাঙ্গায় মুসলিমবিরোধী অবস্থান ছিল পুলিশের। মুসলিমদের বিরুদ্ধে সক্রিয়ভাবে দাঙ্গায় অংশ নিয়েছে পুলিশ। এক তদন্তে এর সত্যতা পেয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে গত ফেব্রুয়ারিতে মুসলমানদের বিক্ষোভের একপর্যায়ে দাঙ্গা শুরু হয়। ওই দাঙ্গায় ৫৩ জন প্রাণ হারান, যাদের বেশির ভাগই মুসলিম। খবর আলজাজিরার

ভারতের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষের অভিযোগ, দাঙ্গার ছয় মাস অতিক্রান্ত হলেও সরকার দিল্লি পুলিশের ওই মানবাধিকার লংঘণের কোনোরকম তদন্ত করেনি।

শুক্রবার অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, তারা দাঙ্গায় বেচে যাওয়া ব্যক্তি, প্রত্যক্ষদর্শী, মানবাধিকার কর্মী, অবসরে যাওয়া পুলিশ কমর্কর্তার সঙ্গে কথা বলে এবং দাঙ্গার একাধিক ভিডিও যাচাই বাছাই করে দেখেছে। তাতে প্রমাণ হয়েছে, পুলিশ মুসলমানদের বিরুদ্ধে সক্রীয় ছিল। তারা মুসলিমবিরোধী দাঙ্গাকারীদের সহযোগিতা করেছে।

অ্যামনেস্টি ওই ঘটনায় ভারত সরকারের প্রতি নিরপেক্ষ তদন্তের এবং দোষি পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

ভারতে অ্যামনেস্টির নির্বাহী পরিচালক অবিনাশ কুমার বলেন, কয়েক দশকের মধ্যে রাজধানীতে এমন নৃশংস দাঙ্গা ঘটলেও দিল্লি পুলিশের দায়ী ব্যক্তিদের এখনো কোনো জবাবদিহির আওতায় আনেনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর