এবার ট্রাম্পের পোস্ট সরালো ফেসবুক

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট ফেসবুকের করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্যবিষয়ক নীতিমালা লঙ্ঘন করেছে, তাই সেটি সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করলো মার্ক জাকারবার্গের ফেসবুক। এ ছাড়া টুইটারও ট্রাম্পের পোস্ট সরিয়ে দিয়েছে।

ফেসবুক বলছে, ‘নির্বাচনী প্রচারণার অ্যাকাউন্ট টিম ট্রাম্প ও প্রেসিডেন্ট নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন।

সেখানে তিনি শিশুরা করোনা থেকে নিরাপদ বলে উল্লেখ করেছেন। ভিডিওতে ভুল দাবি করা হয়েছে। যা করোনা নিয়ে ভুল তথ্য দিয়ে আমাদের নীতিমালা ভঙ্গ করেছে।’

শুধু ফেসবুক বা টুইটার নয় ফক্স অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘শিশুরা এটি (করোনাভাইরাস) খুব ভালোভাবে সামাল দিতে পারে।

আপনি যদি সংখ্যার দিকে তাকান, মৃত্যুর ঘটনার দিকে তাকান; তাহলে সুনির্দিষ্টি একটি বয়স পাবেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দৃঢ় এবং বেশ শক্তিশালী থাকে। তাদের দেখে মনে হয় তারা এটি খুব ভালোভাবে সামাল দিতে পারছে এবং এটি প্রতিটি পরিসংখ্যানের দাবি।’

অথচ রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলেছে, এখন পর্যন্ত প্রাপ্তবয়স্করা সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হলেও এই রোগে শিশু ও নবজাতকদেরও অসুস্থ হতে দেখা গেছে। একই সঙ্গে তাদের মাধ্যমেও প্রাণঘাতী ভাইরাসটি ছড়াতে সক্ষম।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর