কোরবানি বর্জ্যমুক্ত ঘোষণা করলো ডিএনসিসি

হাওর বার্তা ডেস্কঃ বেঁধে দেয়া সময়ের অনেক আগেই কোরবানি বর্জ্যমুক্ত করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

শনিবার বিকেল ২টা থেকে কোরবানি বর্জ্য আনুষ্ঠানিকভাবে অপসারণ শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। টানা কাজ করে রাত ১২টার মধ্যে সব ওয়ার্ডকে বর্জ্যমুক্ত ঘোষণা করা হয় ডিএনসিসির পক্ষ থেকে। ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিকেলে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধনের সময় মেয়র আতিকুল ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি বর্জ্যমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ বেঁধে দেয়া সময়ের অনেক আগেই ডিএনসিসি বর্জ্যমুক্ত হলো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর