হাওর বার্তা ডেস্কঃ সাভারের আশুলিয়ায় ৬ মাসের শিশু মারিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত শিমুল, তার শাশুড়ি নুরজাহান বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট বুড়িরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিমুল (২৫) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং তার শাশুড়ি নুরজাহান বেগম জামালপুর জেলার আটাবরি এলাকার মৃত মেহের আলীর স্ত্রী। শিমুল আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং নুরজাহান গাজীরচট বুড়িরবাজার এলাকায় ভাড়া থেকে শিশু মারিয়াকে পরিচর্যার কাজ করতো।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, নিহত শিশু মারিয়ার বাবা-মা দুজনই বুড়িরবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। এ কারণে তাদের শিশুটিকে দেখাশোনার জন্য মাসিক ৩ হাজার টাকার বিনিময়ে নুরজাহানকে দায়িত্ব দেন। গত বছরের ২৩ ডিসেম্বর শিশুটিকে নুরজাহানের কাছে রেখে তার বাবা-মা কাজে যায়। দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ শিশুটির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তিনি আরও জানান, শিশুটির পায়ুপথে অস্বাভাবিক দাগ দেখা যায়। যা বলাৎকারের আলামত বলে জানিয়েছে চিকিৎসক। পরবর্তীতে শিশুটির ময়নাতদন্তসহ দীর্ঘ ৮ মাস ধরে বিভিন্ন পরীক্ষা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শিশু মারিয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায়।
এঘটনায় নিহত শিশুটির বাবা-মায়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। বর্তমানে তারা গ্রামের বাড়িতে থাকায় তাদের সাথে আলোচনা করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।