ঘর ছেড়ে রাজপথে বিএনপি

অবশেষে ঘর ছেড়ে রাজপথে নামলো বিএনপি। বিশাল শোডাউনে কাঁপলো রাজপথ। শত শত নেতাকর্মীর কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হলো বাংলাদেশের নাম। উৎসুক শহরবাসীও দেখলো এতোদিন ধরে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উচ্ছাস। বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা বিজয় দিবস পালন করেছে। রাজধানীসহ সারাদেশে নেতাকর্মীরা বের হয়েছে বিজয় র‌্যালির বিশাল শোডাউন নিয়ে। গেল বছরের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারবিরোধী আন্দোলনে নেমে মামলায় জড়িয়ে মাঠছাড়া হয়ে গিয়েছিল দলের নেতাকর্মীরা। এরপর গেল প্রায় দুই বছর ধরেই রাজপথে পা পড়েনি নেতাকর্মীদের। দেশে এমন রাজনৈতিক গুমোট দশায় জনমনে বাড়ছিল অস্বস্তিও। আর এমন গুমোট পরিস্থিতির অবসান ঘটিয়ে বাংলাদেশের ৪৪তম মহান বিজয় দিবস পালন উপলক্ষে রাজপথে দেখা মিলল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিশাল র‌্যালি বের করা হয়। এরপর সে র‌্যালিতে যোগ দেয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইলসহ আশপাশ এলাকা। নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে দলীয়ভাবে উদযাপন করা হয় মহান বিজয় দিবস। এতে দেশের বিভিন্ন এলাকায় বিএনপিকে বিজয় র্যালি বের করতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর