হাওর বার্তা ডেস্কঃ গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বঙ্গবন্ধুর একশতম জন্মদিনে মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাটার আয়োজন করে থানা পুলিশ।
এ সময় শুভেচ্ছা বক্তৃতা করেন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন। তিনি বলেন- আমরা করোনা ভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি স্বল্প পরিসরে পালন করছি। বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। যার জন্ম না হলে বাংলাদেশ নামক দেশ পেতাম না পেতাম না লাল সবুজ পতাকা। আমরা জাতির পিতার নিকট চিরঋণী। যা কখনো শোধ করতে পারবো না।
এ সময় উপস্থিত ছিলেন গাছা থানার এসআই মোশারফ হোসেন, হাফিজ, সাব্বির, কামরুল, সাফায়েত, রাসেদ প্রমুখ।