হাওর বার্তা ডেস্কঃ মহামারী করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃত্যুও। মৃতের সংখ্যা সাত হাজার পেরিয়ে গেছে। যার একজন ফ্রান্সিসকো গার্সিয়া। মাত্র ২১ বছর বয়সে স্প্যানিশ এ ফুটবল কোচকে কেড়ে নিলো করোনা।
চীনের পর ইউরোপে ভয়াবহতা দেখাতে থাকা করোনা ভাইরাসে স্পেনে মৃতের সংখ্যা তিনশ পেরিয়ে গেছে। আক্রান্ত নয় হাজারের উপর। ইউরোপের সব বড় ফুটবল লিগগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ফুটবল সংশ্লিষ্ট অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।
গার্সিয়া স্পেনের মালাগা অঞ্চলের অ্যাটলেটিকো পোর্টাডা আল্টা জুনিয়র দলের কোচ ছিলেন। ২০১৬ সাল থেকে ক্লাবটিতে কাজ করছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে যান। যেয়ে জানতে পারেন শরীরে আগে থেকেই বাসা গেড়েছে নিউমোনিয়া।
একদিকে করোনাই প্রাণঘাতী, সঙ্গে নিউমোনিয়া চরম পর্যায়ে। জোড়া ব্যাধির সংক্রমণ আর নিতে পারেনি তরুণ গার্সিয়ার শরীর। ক্লাবের সভাপতি পেপ বুয়েনো নিশ্চিত করেন ফুটবলে বিষণ্ণতা আনা খবরটি।