হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশে থেকে যে কেউ বাংলাদেশে এলে তাকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে বলে মন্ত্রিসভা অনুশাসন দিয়েছে।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুশাসন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বিদেশ থেকে যারা আসবে- সরকারি প্রোগ্রাম, ট্রেনিং বা সাধারণ লোকজন যেই আসুক তাকে অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকতে হবে, এ বিষয়ে কোনও এক্সজামশন নেই, পরিষ্কার।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটা ডিসি সিভিল সার্জন, এসপি, ইউএনও, মেয়র, চেয়ামারম্যান, মেম্বার, মসজিদের ইমামদের বলে দেওয়া হয়েছে, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে এগুলো প্রচার করবেন এবং নিশ্চিত করবেন। যদি কেউ কোথাও এর কোনো ভায়োলেশন করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জে একজন সৌদিফেরত বাড়ির বাইরে ঘোরাফেরা করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ জাতীয় ইনফোর্স করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রংপুরের বিভাগীয় কমিশনার সোমবার দেশে ফিরেছেন, তাকে বলে দিয়েছি তুমি অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবে। এরমধ্যে কোনও অপশন নেই।
তিনি বলেন, যেকোনও অফিসার বা প্রাইভেট লোক হোক, যারাই বিদেশ থেকে আসবে, যে দেশ থেকে আসবে ১৪ দিন অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি তার কারণে, যেই হোক সে, কোনো কিছু ঘটে তাকে আইনানুগভাবে ফেস করতে হবে।
বিদেশি বা দেশের যে নাগরিক হোক না কেন সবার জন্যই এটা প্রযোজ্য হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক
- Reporter Name
- আপডেট টাইম : ০৩:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- ২০৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ