হাওর বার্তা ডেস্কঃ ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা দলগুলোর মধ্যে ছয়টি দলের খেলোয়াড়দের বাজারমূল্য ছাড়িয়ে গেছে বিলিয়নের ঘর। যেখানে সবার ওপরে আছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল। খেলোয়াড়দের বয়স, পারফরম্যান্স, আর্থিক মূল্যমান ও মুদ্রাস্ফীতিসহ কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে এই বাজারমূল্য নির্ধারণ করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস)।
সংগঠনটির বিবেচনায় সবার ওপরে থাকা লিভারপুলের খেলোয়াড়দের মোট মূল্য ১৪০৫ মিলিয়ন ইউরো। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের মূল্য ১৩৬১ মিলিয়ন ইউরো। ১১৭০ মিলিয়ন ইউরো মূল্যমানের দল নিয়ে তালিকার তিনে আছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন দল বার্সেলোনা। আর তালিকার চারে থাকা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মোট মূল্য ১১০০ মিলিয়ন ইউরো।
বিলিয়নের ঘরে থাকা বাকি দুটি ক্লাব হলো চেলসি (১০০৮ মিলিয়ন) ও ম্যানচেস্টার ইউনাইটেড (১০০৭ মিলিয়ন)।
বিশ্বের সবচেয়ে দামী ১০টি ক্লাব হলো:
১. লিভারপুল-১৪০৫ মিলিয়ন ইউরো
২. ম্যানচেস্টার সিটি-১৩৬১ মিলিয়ন ইউরো
৩. বার্সেলোনা-১১৭০ মিলিয়ন ইউরো
৪. রিয়াল মাদ্রিদ-১১০০ মিলিয়ন ইউরো
৫. চেলসি-১০০৮ মিলিয়ন ইউরো
৬. ম্যানচেস্টার ইউনাইটেড-১০০৭ মিলিয়ন ইউরো
৭. প্যারিস সেইন্ট জার্মেই-৯৭৯ মিলিয়ন ইউরো
৮. অ্যাতলেটিকো মাদ্রিদ- ৮৩৬ মিলিয়ন ইউরো
৯. টটেনহাম হটস্পার-৭৮৭ মিলিয়ন ইউরো
১০. জুভেন্টাস-৭৮৩ মিলিয়ন ইউরো।
সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিএসজির ২১ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তার মূল্য ২৬৫ মিলিয়ন ইউরো। বার্সা তারকা লিওনেল মেসির দাম ধরা হয়েছে ১২০ মিলিয়ন ইউরো। অপরদিকে জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর দাম মাত্র ৯০ মিলিয়ন ইউরো।