হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাসের আগুনে দগ্ধ আশরাফুল ইসলাম (৪০) মারা গেছেন। তার শরীরের ৭৩ শতাংশ পোড়া ছিল। তার স্ত্রী রোজিনার অবস্থাও আশঙ্কাজনক।
রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার স্ত্রী রোজিনা এখনও বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তারও অবস্থায় আশঙ্কাজনক।
এর আগে শনিবার ভোরে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তারা কাঁচপুরে ভাড়া বাসায় থাকেন।
দগ্ধের ভাতিজা আক্তারুজ্জামান জানান, তারা কাঁচপুরে একটি একতলা বাসায় ভাড়া থাকেন। আশরাফুল মদনপুরে একটি কার্টন কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে ও রোজিনা আদমজী গার্মেন্টসে চাকরি করেন।
এদিন ভোরে রোজিনা রান্নাঘরে চুলায় ভাতের হাড়ি বসিয়ে বাথরুমে যান। আশরাফুল ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সারাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। তাদের গ্রামের বাড়ি রংপুরের কোতয়ালী থানায়।