ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মোদির ঢাকা সফর পেছাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ১৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের প্রভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানে ১৭ মার্চ তার পরিকল্পিত বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফর পেছানো হচ্ছে।’

দেশে প্রথম তিনজন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত করার পর বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার ঘোষণা দেওয়ার একদিন পর নয়াদিল্লী এ সিদ্ধান্তের কথা জানাল।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের কাছ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জনসমাবেশমূলক অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আনুষ্ঠানিক বার্তা পাওয়ার কারণে ভারতের প্রধানমন্ত্রীর সফর পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার আমাদের এই অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে জানানো হবে বলে অবহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তকরণ এবং বৃহত্তর বিশ্ব জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুজিববর্ষ উদযাপনের বিশাল উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা সংশোধন করা হয়েছে।

এতে বলা হয়, এই সংশোধনের প্রভাব ১৭ মার্চে পরিকল্পিত বিশাল সমাবেশের ক্ষেত্রেও প্রযোজ্য, যেখানে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, ভারত দুদেশের আশেপাশে এই রোগের বিস্তার মোকাবেলায় অংশীদার হিসাবে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের মধ্যে একই পরিবারের দুইজন। এদের মধ্যে দুইজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছে। এছাড়া আরও ৩ জনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মোদির ঢাকা সফর পেছাল

আপডেট টাইম : ০৯:২৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের প্রভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানে ১৭ মার্চ তার পরিকল্পিত বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফর পেছানো হচ্ছে।’

দেশে প্রথম তিনজন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত করার পর বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার ঘোষণা দেওয়ার একদিন পর নয়াদিল্লী এ সিদ্ধান্তের কথা জানাল।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের কাছ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জনসমাবেশমূলক অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আনুষ্ঠানিক বার্তা পাওয়ার কারণে ভারতের প্রধানমন্ত্রীর সফর পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার আমাদের এই অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে জানানো হবে বলে অবহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তকরণ এবং বৃহত্তর বিশ্ব জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুজিববর্ষ উদযাপনের বিশাল উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা সংশোধন করা হয়েছে।

এতে বলা হয়, এই সংশোধনের প্রভাব ১৭ মার্চে পরিকল্পিত বিশাল সমাবেশের ক্ষেত্রেও প্রযোজ্য, যেখানে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, ভারত দুদেশের আশেপাশে এই রোগের বিস্তার মোকাবেলায় অংশীদার হিসাবে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের মধ্যে একই পরিবারের দুইজন। এদের মধ্যে দুইজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছে। এছাড়া আরও ৩ জনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।