করোনা আতঙ্ক আমিরাতে আক্রান্ত ২৭ সকল স্কুল বন্ধ ঘোষণা

হাওর বার্তা ডেস্কঃ করোনা আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। এরই মধ্যে মহামারী রূপ নিয়েছে ভাইরাসটি। করোনাভাইরাসের হানা থেকে বাদ পড়েনি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাতও। সংযুক্ত আরব আমিরাত সরকার করোনাভাইরাস মোকাবেলায় যথেষ্ট সচেতন ও কার্যকরী সকল উদ্যোগ নিয়ে চলেছে। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাও গড়ে তুলেছে। প্রতিটি বিমানবন্দরে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। অত্যাধুনিক চিকিৎসার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগ।
এরই প্রেক্ষিতে আগামী ৮ তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবারের জুমার নামাজ আজানের দশ মিনিটের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, আমিরাতে এ পর্যন্ত বিভিন্ন দেশের অন্তত ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর