হাওর বার্তা ডেস্কঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি চাকু, ১টি ব্লেড ও ১টি মোবাইল জব্দ করা হয়। আটক দুজন হলো- মো. মুন্না (২৭) ও মো. তুহিন (২৭)।গতকাল সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে তাদের আটক করে র্যাব ১০।
মঙ্গলবার র্যাব-১০ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।