হাওর বার্তা ডেস্কঃ নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) এবার ইরানে দুইজন মারা গেছেন। চীন থেকে পৃথিবীর ২৯টি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে মধ্যপ্রাচ্যে এই প্রথম নিহতের খবর পাওয়া গেল।
এই প্রতিবেদন লেখ পর্যন্ত নিহতদের লিঙ্গ পরিচয় জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের ‘বয়স্ক ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মহামারি আকার ধারণ করা এই ভাইরাসে বিশ্বজুড়ে মোট ২১২৮ জন মারা গেলেন। এর মধ্যে চীনেই শুধু মারা গেছেন ২০২৯ জন।
চীনের বাইরে এর আগে জাপানে একজনের মৃত্যু হয়েছে। এই দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। ফ্রান্সে প্রাণ গেছে একজনের। এখানে আক্রান্ত ১২ জন। ফিলিপাইনেও একজন মারা গেছেন, আক্রান্ত তিনজন। চীনের বাইরে আর একজন মারা গেছে তাইওয়ানে, আক্রান্ত ২৪।
বাংলাদেশের প্রতিবেশী শ্রীলঙ্কা (১), নেপাল (১), মালয়েশিয়া (২২) এবং ভারতে ৩ জন করে আক্রান্ত হলেও দেশের মূল ভূখণ্ডে এখনো কেউ কবলে পড়েননি। তবে সিঙ্গাপুরে কাজ করতে গিয়ে ৫ জন আক্রান্ত হয়েছেন। তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীরা সবাই স্লেটার অ্যারোস্পেস হাইটস কনস্ট্রাকশন সাইটের কর্মী। একজনের অবস্থা গুরুতর।