৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি। মঙ্গলবার সকালে র্যালিটি শিশু একাডেমি থেকে শুরু করে শহীদ মিনারে এসে শেষ হয়।
শোভা যাত্রার উদ্বোধণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
বিজয় দিবসে জাতীয় পতাকা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেনসহ একাডেমির কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।