প্রধান বিরোধী দল রাহুল গান্ধীকে ‘টিউব লাইট’ বলে কটাক্ষ মোদির

হাওর বার্তা ডেস্কঃ প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে পরোক্ষভাবে ‘টিউব লাইট’ বলে কটাক্ষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বুধবার ও আজ বৃহস্পতিবার পার্লামেন্টে নিয়মিত বিতর্কে অংশ নেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার মোদির ভাষণের মধ্যেই কথা বলতে ওঠে দাঁড়ান রাহুল গান্ধী। তখন সরাসরি রাহুল গান্ধীর নাম উল্লেখ না করে মোদি বলেন,‘প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট ধরে কথা বলছি, কিন্তু সেই কারেন্ট বিরোধী শিবিরে পৌঁছতে এতক্ষণ সময় লাগলো। অনেক টিউব লাইট আছে, যেগুলো জ¦লতে বেশি সময় নিয়ে ফেলে।’

মোদির এ বক্তব্যের পরে পার্লামেন্টে গেরুয়া শিবিরে হাসির রোল ওঠে।

আগামী ১১ ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণায় রাহুল গান্ধী মোদিকে উদ্দেশ্যে করে বলেছিলেন, আগামী ছয় মাসের মধ্যে আমরা প্রধানমন্ত্রীকে পেটাবো।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার পার্লামেন্টে মোদি বলেন, গত ৭০ বছরে কোনও কংগ্রেস নেতা এত স্বনির্ভর ছিলেন না। আমি এক কংগ্রেস নেতার ইস্তেহার শুনলাম। সেই ইস্তেহারে বলা হয়েছে, আমরা ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে লাথি মারব। সত্যি বলতে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, তাই প্রস্তুতি নিতে ছয় মাস সময় লাগবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর