রূপবান হয়ে ওঠার গল্প লিখেছেন সুজাতা

হাওর বার্তা ডেস্কঃ একুশে গ্রন্থমেলায় গত বছর প্রকাশ হয়েছিল চলচ্চিত্রের গুণী অভিনেত্রী সুজাতার লেখা বই ‘শিমুলির ৭১’। এবারের গ্রন্থমেলার জন্য তিনি আত্মজীবনী লিখেছেন। একজন সাধারণ নারী থেকে খ্যাতিমান নায়িকা হয়ে ওঠার কাহিনী লিখেছেন তার নতুন এক বইয়ে। লিখেছেন তার রূপবান হয়ে ওঠার গল্প। আর এবারের অমর একুশে গ্রন্থমেলায় সেই বই প্রকাশ হচ্ছে বলে জানান তিনি। এরই মধ্যে সুজাতা শেষ করেছেন তার আত্মজীবনী লেখার কাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, নিজের আত্মজীবনী লিখে বেশ তৃপ্তি পেয়েছি। অনেক কথা বলার ছিল।
না বলা সেই কথাগুলো অনেক যত্ন নিয়ে নিজের আত্মজীবনীতে লিখছি। অক্ষর প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে বইটি। এছাড়া তার লেখা ‘অনাকাঙ্ক্ষি উত্তরাধিকারী’ নামের উপন্যাস আসছে পুঁথি নিলয় প্রকাশনী থেকে। চলচ্চিত্র বিষয়ক একটি বইও লিখছেন তিনি। এটিও এবারের গ্রন্থমেলায় প্রকাশ হবে বলে জানালেন। উল্লেখ্য, ‘রূপবান’ ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর বাংলাদেশী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন সালাউদ্দিন। এতে নাম ভূমিকায় অভিনয় করেন সুজাতা। এটি মুক্তি পাওয়ার পর দারুণ ব্যবসা সফলতা পায়। এরপর আরো বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর