হাওর বার্তা ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা। এমন তারকাদের পোশাক, ফ্যাশন প্রভাবিত করে বিশ্ব জুড়ে তাদের কোটি ভক্তকে। যে কারণে তাদের সবকিছুর প্রতি থাকে ভক্তদের ব্যাপক কৌতূহল।
সম্প্রতি বিশ্বখ্যাত রোলেক্স ব্রান্ডের একটি ঘড়ি পরে নতুন কৌতূহলের জন্ম দিয়েছেন পর্তুগিজ ফুটবল স্টার রোনালদো। যে ঘড়ির দাম ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ ডলার (৪ কোটি সাড়ে ১২ লাখ টাকা)। হীরাখচিত এই ঘড়ি পরে সম্প্রতি হাজির হয়েছিলেন ১৪তম দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্সে।
ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, জিএমটি-মাস্টার আইস নামের ঘড়িটি রোলেক্স কোম্পানির সবচেয়ে দামি ঘড়ি। এই ঘড়িতে চিকচিক করা ৩০ ক্যারেটের সাদা হীরা বসানো হয়েছে ডায়াল, বেজেল এবং ব্রেসলেটে। কেস এবং ব্রেসলেট বানানো হয়েছে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড দিয়ে। ঘড়িটি ৩৩০ ফিট গভীর পর্যন্ত ওয়াটার প্রুফ থাকবে। ভালো ঘড়ির প্রতি রোনালদোর দুর্বলতা বহু দিনের। তার সংগ্রহে আছে বিরল ফ্রাংক মুলার ঘড়ি—যার দাম ১৫ লাখ ডলার।