হাওর বার্তা ডেস্কঃ ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি শীতকালীন পিঠা উৎসব বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় আগানগর এলাকায় দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্তের সেতুর নিচে এই পিঠা উৎসবরে আয়োজন করা হয়। কেরানীগঞ্জের নতুন সংগঠন ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির আয়োজিত ব্যতিক্রমধর্শী এ পিঠা উৎসবকে ঘিরে আগানগর এলাকায় হাজারো মানুষের সমাগম হয়। গ্রামবাংলা ঐতিহ্যবাহী ২০/২৫ পদের বিভিন্ন পিঠা তৈরী করা হয় এই উৎসবে। প্রায় ১৫হাজার লোকের জন্য ৬০হাজার পিঠা তৈরী করা হয়। পিঠাগুলো বিভিন্ন পাত্রে রেখে সারিবদ্ধ ভাবে রাখা হয়। পিঠা উৎসবে আসা মানুষজন নিজেরাই তাদের ইচ্ছামত পিঠা নিয়ে খাচ্ছেন। পিঠা উৎসবে ১৫হাজার লোককে এই সমিতির কার্ডের মাধ্যমে দাওয়াত করা হয়।
বিকাল ৩টা থেকেই দাওয়াতী লোকাজন কার্ড দেখিয়ে পিঠা উৎসব অনুষ্ঠানে প্রবেশ করতে থাকনে। এ অনুষ্ঠান একনাগারে রাত ৮টা পর্যন্ত চলে। পিঠা উৎসবে আসা শানুষদেরকে আনন্দ দেয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটির লোকজন জানান কেরানীগঞ্জের আদি সাংস্কৃতিক তুলে ধরার জন্যই তাদের সংগঠনের এই আয়োজন। উৎসবে মানুষের উপস্থিতি দেখে সমিতির সভাপতি সাহিদুল হক সাহিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ সন্তষ্ট প্রকাশ করেছেন।