বাংলাদেশে তুরস্কের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান স্পিকারের

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে পাটজাত পণ্যের প্রসারে তুরস্কের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে এখন বিনিয়োগের ইতিবাচক পরিবেশ রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক মঙ্গলবার স্পিকারের সংসদের কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করলে এ আহ্বান জানান তিনি।

<img src="data:;base64,” alt=”” /> মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যুতে তুরস্ক বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান স্পিকার। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

ইস্তান্বুল খুবই সুন্দর শহর উল্লেখ করে, তিনি ইস্তান্বুলের বিভিন্ন স্থাপনার নির্মাণশৈলীর প্রশংসা করেন।

রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশের জনগণ খুব আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে তার নিয়োগকাল স্মরণীয় হয়ে থাকবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর