ট্রাম্পকে অভিসংশনে খসড়া প্রস্তাব তৈরিতে হাউজ জুডিশিয়ারি কমিটিকে নির্দেশ

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিসংশনে খসড়া প্রস্তাব তৈরিতে হাউজ জুডিশিয়ারি কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তে ইউক্রেনকে অনুরোধের প্রেক্ষিতে আসলো এ সিদ্ধান্ত।বৃহস্পতিবার পেলোসি জানান, ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন। তাই, দুঃখজনক হলেও তার বিরুদ্ধে ‘আর্টিকেল অব ইমপিচমেন্ট’ বা অভিসংশন প্রস্তাব তৈরিতে হাউসের বিচারিক কমিটির চেয়ারম্যানকে নির্দেশনা দেন তিনি। ট্রাম্প বলছেন, ডেমোক্রেটরা তাকে অভিশংসনে পাগল হয়ে গেছে।এদিকে, প্রতিনিধি পরিষদে এ  প্রস্তাব পাশ হলে পরে এটি তোলা হবে সিনেটে। দুই তৃতীয়াংশ সিনেটর তাকে দোষী সাব্যস্ত করলে ক্ষমতাচ্যুত হবেন ট্রাম্প। দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। তবে, এখানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর