হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় চিত্র নায়ক শাকিব খান। ‘বীর’ সিনেমার শুটিংয়ে দেখা মিলল এই নায়কের। প্রায় দেড় মাস আগে শাকিব খানকে আগুন’ সিনেমার শুটিং করতে দেখা গেছে। এরপর শাকিব খানকে ক্যামেরার সামনে না পেয়ে অনেকেই ভেবেছিলেন শাকিব হয়তো কাজ শূন্যতায় ভুগছেন।
জানা যায়, ২৮ নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকে পূবাইলে ‘বীর’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। আজ থেকে প্রায় ২ সপ্তাহ ‘বীর’ সিনেমাটির শুটিং চলবে।
পরিচালক কাজী হায়াতের ৫০ তম সিনেমা ‘বীর’। আর এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নায়ক শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন হায়াত।সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা বুবলি।