হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনায় ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের প্রাক্তন সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুলসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ে র করেন।
মামলার অন্য আসামিরা হলেন, সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মো. আব্দুর রব, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. বিজন কুমার নাথ, জুনিয়র কনসালট্যান্ট (অর্থো-সার্জারি) ডা. মইন উদ্দিন মজমুদার, সরঞ্জাম সরবরাহকারী বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির স্বত্বাধিকারী মো. জাহের উদ্দিন সরকার, মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফারুক হোসেন ও এ এস এলের ব্যবস্থাপনা পরিচালক আফতাব আহমেদ।
মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. সিরাজুল হক দেশ রূপান্তরকে জানান, প্রাথমিক অনুসন্ধানে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভারী যন্ত্রপাতি ক্রয়ের নামে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় মামলা দায়ের হয়েছে।
জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ১২ আইটেম ভারী চিকিৎসা সরঞ্জাম কেনা হয়। ওই সময় সরঞ্জাম কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৬ সালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তৎকালীন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের নেতৃত্বে গঠিত ওই তদন্ত কমিটির অপর দুই সদস্য ছিলেন তৎকালীন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান ও বিএমএ প্রতিনিধি ডা. ফয়সল ইকবাল চৌধুরী।
কমিটির তদন্তে উক্ত কেনাকাটায় বড় ধরনের দুর্নীতি ও অর্থ আত্মসাতের চিত্র উঠে আসে। পরবর্তীতে বিষয়টি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় ব্যবস্থাপনা কমিটি।