আমি রাজনীতি করতে আসছি , কাদা ছোঁড়াছুড়ি করতে না

হাওর বার্তা ডেস্কঃ আমি রাজনীতি করি আমি কাদা ছোঁড়াছুড়ি করছি না। রাজনীতি করতে গেলে শতভাগ মানুষের সমর্থন পাওয়া যায় না। অনেক সময় বাইরের মানুষও আমার জন্য জীবন দেবে, আবার খুব কাছের মানুষও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। এটাই নিয়ম।

বিদিশা এরশাদকে ইঙ্গিত করে রোববার বনানী অফিসে যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

এর আগে জামালপুর জেলার জেপি ও বিজেপির ২০ আইনজীবী জিএম কাদেরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাকে নিয়ে কে কী বলল, তা নিয়ে মগ্ন থাকলে দেশের জন্য, জাতির জন্য কাজ করা সম্ভব হবে না। আমি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের সেবায় কাজ করছি। দেশের মানুষও সেভাবেই আমাকে গ্রহণ করেছে। সাধারণভাবে ভালো কাজ করতে গেলে, কিছু মানুষ বাধা সৃষ্টি করবে, সময় মতো সেগুলোর আমরা নিষ্পত্তি করবো।’

তিনি বলেন, ‘দেশের মানুষ এখন জাতীয় পার্টিতেই আস্থা রাখছে। সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টিই আগামী দিনের বিকল্প শক্তি। তাই বিভিন্ন পেশার মানুষ আমাদের দলে যোগ দিচ্ছেন।’

ক্ষমতায় যেতে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান জিএম কাদের।

তিনি আরও বলেন, ‘যারা অতীতে জাতীয় পার্টি ছেড়ে গেছেন, তারা আবারও দলে ফিরে আসছেন। আমি তাদের স্বাগত জানাচ্ছি। সবাইকে নিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বো।’

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, দলের প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, ভাইস চেয়ারম্যান নিগার রানী সুলতানা, আহসান আদেলুর রহমান আদেল এমপিসহ আরও অনেকেই।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর