হাওর বার্তা ডেস্কঃ শিরোনাম পড়ে হয়তো অবাক হচ্ছেন আপনি! ঘটনা অবিশ্বাস্যকর মনে হলেও সত্যি। একটি সরকারি কার্যালয়ের কর্মকর্তাসহ সব কর্মীর হেলমেট পরে কাজ করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, ভবনের ছাদ ধসে পড়ার আশঙ্কায় ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলার বিদ্যুৎ বিভাগের কর্মীরা হেলমেট পরে অফিস করছেন।
ওই কর্মীরা জানিয়েছেন, তাদের অফিস ভবনটি প্রায় ধসে পড়ার মতো অবস্থা। সে কারণেই তারা প্রতিদিন হেলমেট পরেই অফিস করেন।
ওই কর্মীদের হেলমেট পরা ছবি ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ব্যাপারে ওই সরকারি ভবনের কর্মীরা জানিয়েছেন, তারা যে রুমে কাজ করেন সেই রুমের ছাদে বেশ কিছু গর্ত তৈরি হয়েছে এবং পলেস্তারা খসে পড়েছে।
এক কর্মী বলেন, যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেজন্য নিজেদের সুরক্ষিত রাখতেই আমরা হেলমেট পরে কাজ করছি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই ভবনের বিষয়ে বেশ কয়েকবার জানিয়েছি। কিন্তু এ বিষয়ে কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি।