‘গরীব মানুষের সম্বল…..কাঁথা আর কম্বল’ বাংলাদেশের গ্রামীণযাত্রার স্বরূপ বর্ণনায় একথা বলা হয় প্রায়শঃই।
শীতের আগমনী বাজছে। তাই জনজীবনে এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। শীতের প্রাক্কালে প্রত্যুষে নাটোরের কোনো এক গ্রাম থেকে চিরায়ত সেই দৃশ্যপটকে ফ্রেমবন্দি করেছেন বিশিষ্ট আলোকচিত্রী মো. ফখরুল ইসলাম।