ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবেই: খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫
  • ২৬৭ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরই বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে। এর সবকিছুই শেখ হাসিনা ও জেনারেল মইন উ আহমেদ জানতেন। চারজন সেদিন ডিনারে কেন যায়নি এমন প্রশ্ন করে তিনি বলেন- তা বেরিয়েছে। তারা দু’জনেই এই পরিকল্পনা জানতেন। তারা এজন্য দায়ী- এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন এর জবাব দিতেই হবে। ৫৭ জন আর্মি অফিসারকে পুড়িয়ে, গার্বেজের ভিতরে ফেলে দিয়ে মারা হয়েছে। এর বিচার একদিন হবেই।

সেন্ট্রাল লন্ডনের পার্ক প্লাজা রিভারব্যাঙ্ক পাঁচ তারকা হোটেলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশে রবিবার রাতে বেগম জিয়া এসব কথা বলেন।

বেগম জিয়া বলেন, ‘৫৭ জন মেধাবী ভালো অফিসারকে কীভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না। তাদের পরিবারের সদস্যদের উপর যে নির্যাতন করা হয়েছে তা চোখে দেখে সহ্য করা যায় না।’

এর সাথে আরো অনেকেই জড়িত ছিল উল্লেখ করে তিনি বলেন, কর্নেল গুলজার খুব ভালো অফিসার ছিলেন। তিনি শায়খ আব্দুর রহমানকে ধরেছিলেন। এজন্য মির্জা আজম গুলজারের উপর ক্ষিপ্ত ছিল। শায়ক আব্দুর রহমান হচ্ছে মির্জা আজমের বোনের জামাই।

খালেদা জিয়া বলেন, গুলজার একজন ভালো মেধাবী অফিসার তাই আমরা তাকে র‌্যাবে নিয়ে ছিলাম। বিডিআর হত্যাকাণ্ডের দিন গুলজার সন্ধ্যা পর্যন্ত র‌্যাবে কর্মবত ছিলেন, মইনকে ফোন করে সাহায্য চেয়েছিলেন কিন্তু কেউ আসেনি। সেনাবাহিনী ও র‌্যাব অপেক্ষায় ছিল কিন্তু পারমিশন পায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবেই: খালেদা জিয়া

আপডেট টাইম : ১০:১৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরই বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে। এর সবকিছুই শেখ হাসিনা ও জেনারেল মইন উ আহমেদ জানতেন। চারজন সেদিন ডিনারে কেন যায়নি এমন প্রশ্ন করে তিনি বলেন- তা বেরিয়েছে। তারা দু’জনেই এই পরিকল্পনা জানতেন। তারা এজন্য দায়ী- এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন এর জবাব দিতেই হবে। ৫৭ জন আর্মি অফিসারকে পুড়িয়ে, গার্বেজের ভিতরে ফেলে দিয়ে মারা হয়েছে। এর বিচার একদিন হবেই।

সেন্ট্রাল লন্ডনের পার্ক প্লাজা রিভারব্যাঙ্ক পাঁচ তারকা হোটেলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশে রবিবার রাতে বেগম জিয়া এসব কথা বলেন।

বেগম জিয়া বলেন, ‘৫৭ জন মেধাবী ভালো অফিসারকে কীভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না। তাদের পরিবারের সদস্যদের উপর যে নির্যাতন করা হয়েছে তা চোখে দেখে সহ্য করা যায় না।’

এর সাথে আরো অনেকেই জড়িত ছিল উল্লেখ করে তিনি বলেন, কর্নেল গুলজার খুব ভালো অফিসার ছিলেন। তিনি শায়খ আব্দুর রহমানকে ধরেছিলেন। এজন্য মির্জা আজম গুলজারের উপর ক্ষিপ্ত ছিল। শায়ক আব্দুর রহমান হচ্ছে মির্জা আজমের বোনের জামাই।

খালেদা জিয়া বলেন, গুলজার একজন ভালো মেধাবী অফিসার তাই আমরা তাকে র‌্যাবে নিয়ে ছিলাম। বিডিআর হত্যাকাণ্ডের দিন গুলজার সন্ধ্যা পর্যন্ত র‌্যাবে কর্মবত ছিলেন, মইনকে ফোন করে সাহায্য চেয়েছিলেন কিন্তু কেউ আসেনি। সেনাবাহিনী ও র‌্যাব অপেক্ষায় ছিল কিন্তু পারমিশন পায়নি।