এবার জাতীয়তাবাদীপন্থি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন ভারতীয় একটি প্রতিনিধি দলের সদস্যরা। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন সফররত ভারতের লোকসভার সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি প্রফেসর সৌগত রায়। আজ শনিবার দুপুরে রাজধানীর নারিন্দায় মাধবগৌড়ীয় মঠে সার্ক কালচারাল সোসাইটি মৈত্রী উৎসবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারতীয় প্রতিনিধি দলের প্রধান প্রফেসর সৌগত রায় বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় আছে, আগামীতে আরো সুদৃঢ় হবে। একইসঙ্গে বাংলা ভাষাভাষী অঞ্চলগুলোর সম্পর্ক আরো সৌহার্দ্যপূর্ণ হবে। তিনি বলেন, বাংলা ভাষাভাষী অঞ্চলের সাহিত্য সংস্কৃতি একই, আমাদের রবীন্দ্রনাথ-নজরুলও একই। আমাদের সম্পর্ক হতে হবে আরো প্রাণবন্ত। বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক বিনিময়ে যে বাধা রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে হবে। সৌগত রায় বলেন, বাংলাদেশে কিছু লোক রয়েছেন যারা সবসময় ভারতবিরোধী স্লোগান দিয়ে স্বার্থ উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশ-ভারত সম্পর্ক নষ্ট করা যাবে না। এ সম্পর্ক পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ও বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতীম রাষ্ট্র। ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক আরো সুদৃঢ় করতে চাই। হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রিপুরা বিধান সভার বিরোধীদলীয় নেতা সুদীপ রায় বর্মণ, ভারতীয় জনতা পার্টির (বিজিপি) মুখপাত্র অ্যাডভোকেট অরুণ কান্তি ভৌমিক, ত্রিপুরার সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা গৌতম চক্রবর্তী, অধ্যাপক সুকোমল বড়–য়া, নকুল বড়ুয়া, তপন মজুমদার, বিজয় কান্তি, অর্পণা রায়, দেবাশীষ রায় মধু, অ্যাডভোকেট জন গমেজ, সুশীল বড়–য়া, এ্যালবার্ট ডি কস্টা প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভার শুরুতে ভারত থেকে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
সংবাদ শিরোনাম
এবার বিএনপির সঙ্গে ভারতীয় প্রতিনিধির মতবিনিময়
- Reporter Name
- আপডেট টাইম : ১১:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
- ৪৭৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ