চট্টগ্রামের বিভিন্ন সমস্য সমাধান ও জাতীয় স্বার্থে বিএনপি এবং আওয়ামী লীগকে এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সমস্যা ও সম্ভাবনায় চট্টগ্রাম শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, আমি আল করেছি। আরেকজন রাস্তা করবেন। উন্নয়নে সমন্বয় থাকতে হবে। জাতীয় স্বার্থে বিএনপি-আওয়ামী লীগ এক থাকতে হবে।
চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, আমরা হতাশ হবো না, নিরাশ হবো না। আশাটাই বড়। আশা করি, চট্টগ্রামের মেয়র, সিডিএ চেয়ারম্যান নতুন চিন্তায় চট্টগ্রামকে স্বনির্ভর করতে এগিয়ে আসবেন। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী সঞ্চালনায়।
সকালে থেকে রীমা কনভেনশন হলে শুরু হওয়া অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, এফবিসিসিআই সহসভাপতি মাহবুবুল আলম, নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল প্রমুখ আলোচনা করেন।
সংবাদ শিরোনাম
চট্টগ্রামের সমস্যা সমাধানে আও.লীগ-বিএনপিকে এক থাকতে হবে
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
- ২৯০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ