ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন চমক নিয়ে মেহ্‌জাবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫
  • ২৪৫ বার

দীর্ঘদিন পর বিগ বাজেটের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন লাক্স সুপারস্টার ও দর্শকপ্রিয় অভিনেত্রী মেহ্‌জাবিন চৌধুরী। ‘উজালা পেইন্টস’-এর এ বিজ্ঞাপনে এবার একেবারেই নতুনরূপে দেখা যাবে তাকে। বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য গতকাল সকালে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে মেহ্‌জাবিনের। এটির শুটিংয়ে অংশ নিতে আজ দুপুর ১২টার ফ্লাইটে ভারতের গোয়ার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। ভারতের একজন প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা এটি নির্মাণ করবেন বলে নিশ্চিত করেছেন মেহ্‌জাবিন। তিনি বলেন, বলা যায় বহুদিন পর বিগ বাজেটের এবং একটি প্রতিষ্ঠিত পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। কেন যেন মনে হচ্ছে এটি দারুণ একটি বিজ্ঞাপন হবে। তাই এটি নিয়ে আমি অনেক উচ্ছ্বসিত। কাজ শেষ করে যেন ভালোয় ভালোয় দেশে ফিরতে পারি এজন্য সবারই দোয়া চাইছি। মেহ্‌জাবিন জানান, আগামী ১লা ও ২রা নভেম্বর গোয়া সিটিতে বিজ্ঞাপনটির শুটিং হবে। শুটিং শেষে ৩রা নভেম্বর তিনি দেশে ফিরবেন। ২০০৯ সালের ‘লাক্স-চ্যানেল আই’ সুপারস্টার মেহ্‌জাবিন চৌধুরী তার ক্যারিয়ারের শুরু থেকেই ভালো ভালো বিজ্ঞাপনে কাজ করে আসছেন। এ মাধ্যমে কাজ করার ক্ষেত্রে পণ্য এবং নির্মাতার ব্যাপারে কোনরকমই কম্প্রোমাইজ করেননি তিনি। যে কারণে তার ক্যারিয়ারের ঝুলিতে ভালো ভালো উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞাপন যেমন আছে ঠিক তেমনি আছে গুণী বিজ্ঞাপন নির্মাতাদেরও নাম। তবে বিজ্ঞাপনের মডেল হিসেবে মেহ্‌জাবিন আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন ২০১৩ সালে লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়ে। সে সময় তার কণ্ঠে ‘ব্যস, একটুখানি লাক্স’ বেশ দর্শকপ্রিয়তা পায়। মেহ্‌জাবিন চৌধুরী আবিদ মল্লিকের নির্দেশনায় প্রথম বিজ্ঞাপনে মডেল হন। এরপর আদনান আল রাজীবের নির্দেশনায় ‘বাংলালিংক’, ‘সেভেন আপ’, ‘পন্ডস’, ‘ভাটিকা’, ‘ম্যাগি’, ‘ওমেরা এলপিজি গ্যাস’, ‘ডেনিস টি’, ‘প্রাণ চুইংগাম’, ‘গ্ল্যাক্সোজ-ডি’ ইত্যাদি বিজ্ঞাপনে মডেল হন। পাশাপাশি মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, পিপলু আর খান, রানা মাসুদ, আপন আহসানসহ আরও কয়েকজন গুণী বিজ্ঞাপন নির্মাতার নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। মেহ্‌জাবিন জানান, শিগগিরই তার নতুন বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নতুন চমক নিয়ে মেহ্‌জাবিন

আপডেট টাইম : ১২:৫০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫

দীর্ঘদিন পর বিগ বাজেটের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন লাক্স সুপারস্টার ও দর্শকপ্রিয় অভিনেত্রী মেহ্‌জাবিন চৌধুরী। ‘উজালা পেইন্টস’-এর এ বিজ্ঞাপনে এবার একেবারেই নতুনরূপে দেখা যাবে তাকে। বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য গতকাল সকালে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে মেহ্‌জাবিনের। এটির শুটিংয়ে অংশ নিতে আজ দুপুর ১২টার ফ্লাইটে ভারতের গোয়ার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। ভারতের একজন প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা এটি নির্মাণ করবেন বলে নিশ্চিত করেছেন মেহ্‌জাবিন। তিনি বলেন, বলা যায় বহুদিন পর বিগ বাজেটের এবং একটি প্রতিষ্ঠিত পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। কেন যেন মনে হচ্ছে এটি দারুণ একটি বিজ্ঞাপন হবে। তাই এটি নিয়ে আমি অনেক উচ্ছ্বসিত। কাজ শেষ করে যেন ভালোয় ভালোয় দেশে ফিরতে পারি এজন্য সবারই দোয়া চাইছি। মেহ্‌জাবিন জানান, আগামী ১লা ও ২রা নভেম্বর গোয়া সিটিতে বিজ্ঞাপনটির শুটিং হবে। শুটিং শেষে ৩রা নভেম্বর তিনি দেশে ফিরবেন। ২০০৯ সালের ‘লাক্স-চ্যানেল আই’ সুপারস্টার মেহ্‌জাবিন চৌধুরী তার ক্যারিয়ারের শুরু থেকেই ভালো ভালো বিজ্ঞাপনে কাজ করে আসছেন। এ মাধ্যমে কাজ করার ক্ষেত্রে পণ্য এবং নির্মাতার ব্যাপারে কোনরকমই কম্প্রোমাইজ করেননি তিনি। যে কারণে তার ক্যারিয়ারের ঝুলিতে ভালো ভালো উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞাপন যেমন আছে ঠিক তেমনি আছে গুণী বিজ্ঞাপন নির্মাতাদেরও নাম। তবে বিজ্ঞাপনের মডেল হিসেবে মেহ্‌জাবিন আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন ২০১৩ সালে লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়ে। সে সময় তার কণ্ঠে ‘ব্যস, একটুখানি লাক্স’ বেশ দর্শকপ্রিয়তা পায়। মেহ্‌জাবিন চৌধুরী আবিদ মল্লিকের নির্দেশনায় প্রথম বিজ্ঞাপনে মডেল হন। এরপর আদনান আল রাজীবের নির্দেশনায় ‘বাংলালিংক’, ‘সেভেন আপ’, ‘পন্ডস’, ‘ভাটিকা’, ‘ম্যাগি’, ‘ওমেরা এলপিজি গ্যাস’, ‘ডেনিস টি’, ‘প্রাণ চুইংগাম’, ‘গ্ল্যাক্সোজ-ডি’ ইত্যাদি বিজ্ঞাপনে মডেল হন। পাশাপাশি মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, পিপলু আর খান, রানা মাসুদ, আপন আহসানসহ আরও কয়েকজন গুণী বিজ্ঞাপন নির্মাতার নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। মেহ্‌জাবিন জানান, শিগগিরই তার নতুন বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।