হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ১২ টি ম্যাচ। আর এই ১২ ম্যাচে ব্যক্তিগত রানের তালিকায় দুই ফিফটি এবং এক শতকে সবার শীর্ষে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ হারুক কিংবা জিতুক দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে তিনটি ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে জিতলেও পরের দুই ম্যাচ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে টাইগাররা। তবে বাংলাদেশ হারলেও প্রত্যেক ম্যাচে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের উপর তান্ডব চালিয়েছেন সাকিব।
নিজের পছন্দের পজিশনে ব্যাটিংয়ে নেমে প্রথম ম্যাচে ৭৫, দ্বিতীয় ম্যাচে ৬৪ আর শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সর্বমোট ২৬০ রান নিয়ে রানের তালিকায় সবার উপরে উঠে এসেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
এই তালিকার সেরা পাঁচে রয়েছেন আরো এক বাংলাদেশী। ১৪১ রান নিয়ে পাঁচে রয়েছেন মুশফিক। আর বাকি তিনজনই ইংলিশ ব্যাটসম্যান। দুইয়ে, জেসন রয় (২১৫), তিনে জস বাটলার (১৮৫), চারে জো রুট(১৭৯)।