কিশোরগঞ্জের জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর ঠিকানা

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানঃ

শোলাকিয়া ঈদগাহ (সদর)
চন্দ্রাবতির মন্দির (সদর)
পাগলা মসজিদ (সদর)
শহীদি মসজিদ (সদর)
জঙ্গলবাড়ী দূর্গ (করিমগঞ্জ)
এগারসিন্দুর দূর্গ (এগারসিন্দুর)
গরিবুল্লা শাহ মাজার (এগারসিন্দুর)
সাদী মসজিদ (এগারসিন্দুর)
বেবুদ রাজার পুকুর (এগারসিন্দুর)
সত্যজিৎ ও সুকুমার রায়ের বাড়ি (মশুয়া)
সালংকা জামে মসজিদ (পাকুন্দিয়া)
গুড়ই মসজিদ (নিকলী)
কুতুব শাহ মসজিদ (অষ্টগ্রাম)
জাওয়ার সাহেব বাড়ী (তাড়াইল)
বাদশাহী মসজিদ (ইটনা)
জংঙ্গলবাড়ী মসজিদ (করিমগঞ্জ)
হয়বৎনগর বাড়ী মসজিদ (সদর)
ভাগলপুর দেওয়ান বাড়ী ও মসজিদ (বাজিতপুর)
পাগলাশস্করের আখড়া, (বাজিতপুর)
নিরগিন শাহর মাজার (পাকুন্দিয়া)
শাহ গরীবুল্লার মজার (পাকুন্দিয়া)
সেকান্দার শাহর মাজার (তাড়াইল)
হযরত শামছুদ্দীন বোখারীর মাজার (কটিয়াদী) শালাকিয়া ধড় শহীদের মাজার (সদর)
কাইল্যা শা ও মাইট্যা মাজার (ইটনা)
দিল্লীর আখড়া (মিঠামইন)
কালনার আখড়া, (তাড়াইল)
শ্রীশ্রী শ্যাম সুন্দর লক্ষী নারায়ন জিউর আখড়া (সদর)
প্রামাণিক বাড়ী (সদর)
যশোদলের রাজা গোবর্ধন ও কালিকাবাড়ী (সদর)
ইটনার দেওয়ান বাড়ী (ইটনা)

গাঙ্গাটিয়া জমিদার বাড়ী (হোসেনপুর)
হিলচিয়া সহয়নী বৌদ্ধ (বাজিতপুর)।

কিশোরগঞ্জ জেলা শহর থেকে প্রত্যেকটা ঐতিহাসিক স্থানে সড়কপথ এবং নৌপথে যাওয়ার সু-ব্যবস্থা রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর