কানে মোবাইল ধরে কথা বলতে বলতে পথে হাঁটলে বিপদের সম্ভাবনা যে কতটা, সে কথা আর কে না জানে! বিপদ আছে মোবাইল ফোনের পর্দায় চোখ রেখে পথ হাঁটাতেও! এসবের বাইরেও আছে অন্য আরেক ঝামেলা! মোবাইলে মগ্ন পথচারী বেশিরভাগ সময়ই বেখেয়ালে ব্যস্তসমস্ত পথে জোরেশোরে ধাক্কা খায়। এসব সমস্যার কথা ভেবেই থাইল্যান্ডে তৈরি হল শুধু মোবাইল ব্যবহার করতে করতে হেঁটে যাওয়ার জন্য এক বিশেষ সরণি। ব্যাংককের ক্যাসেসার্ট ইউনিভার্সিটিসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার আমজনতার জন্য খুলে দেয়া হয়েছে এ মোবাইল ফোন লেন। মোবাইল-মত্ত মানুষদের কথা ভেবে তৈরি এ সরণির পরিকল্পনাও বেশ সুষ্ঠু! ৫০০ মিটার চওড়া এক ফুটপাত, তার একদিক বরাদ্দ শুধু মোবাইল ব্যবহার করতে করতে পথ চলার জন্য। তাদের সংসর্গ বাঁচিয়ে অন্য লেন দিয়ে নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন সাধারণ পথচারীরা। সমস্যা বলতে শুধু একটাই আপাতত এ মোবাইল ফোন লেন ১৫ নভেম্বর পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার অধীনে থাকবে। যদি দেখা যায়, কোনো রকম দুর্ঘটনা ঘটছে না এবং সাধারণ পথচারীদের উপকার হচ্ছে, তবেই এ সরণি পাকাপাকিভাবে খুলে দেয়া হবে ব্যবহারের জন্য। অবশ্য এরকম বিশেষ মোবাইল সরণি বিশ্বে নতুন কিছু নয়। এর আগে চীনের চংকিং শহরে এমন এক মোবাইল ফোন লেন খোলার কথা ঘোষণা করা হয়েছিল। তার আগে ওয়াশিংটন ডিসিতে তৈরি হয়েছিল এরকম মোবাইল ফোন সরণি।
সংবাদ শিরোনাম
মোবাইল কানে পথ চলার বিশেষ পথ
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫
- ৪১২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ