ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইজিপি’র বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫
  • ৫৪১ বার

এএসআই ইব্রাহীম হত্যার সঙ্গে জামায়াতকে জড়িয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের দেওয়া বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে জামায়াত। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এ মন্তব্য করেন। বিবৃতিতে হামিদ আযাদ বলেন, “পুলিশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে একেএম শহীদুল হক পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা নিহত হওয়ার ঘটনায় জামায়াতকে দায়ী করে যে ভিত্তিহীন অসত্য বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের আইজিপি বলেছেন, ‘এ ঘটনায় গ্রেফতারকৃত মাসুদ নিজেকে জামায়াত-শিবির কর্মী বলে স্বীকার করেছে।’ একই ব্যক্তি দুই সংগঠনের কর্মী হয় কীভাবে তা বোধগম্য নয়। তাছাড়া যথাযথ তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করে তিনি যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত অপরাধীদের আড়াল করার হীন উদ্দেশ্যেই তিনি জামায়াতকে জড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি গণ-সংগঠন এবং ইসলামী ছাত্রশিবির একটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন। হত্যার রাজনীতির সাথে জামায়াত-ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। কথিত মাসুদের সাথে জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই। আমি আশা করি সরকার যথাযথ তদন্ত করে পুলিশের এএসআইয়ের খুনিদেরকে খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। বিবৃতিতে তিনি নিহত এএসআই ইব্রাহিম মোল্লার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আইজিপি’র বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

আপডেট টাইম : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫

এএসআই ইব্রাহীম হত্যার সঙ্গে জামায়াতকে জড়িয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের দেওয়া বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে জামায়াত। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এ মন্তব্য করেন। বিবৃতিতে হামিদ আযাদ বলেন, “পুলিশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে একেএম শহীদুল হক পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা নিহত হওয়ার ঘটনায় জামায়াতকে দায়ী করে যে ভিত্তিহীন অসত্য বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের আইজিপি বলেছেন, ‘এ ঘটনায় গ্রেফতারকৃত মাসুদ নিজেকে জামায়াত-শিবির কর্মী বলে স্বীকার করেছে।’ একই ব্যক্তি দুই সংগঠনের কর্মী হয় কীভাবে তা বোধগম্য নয়। তাছাড়া যথাযথ তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করে তিনি যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত অপরাধীদের আড়াল করার হীন উদ্দেশ্যেই তিনি জামায়াতকে জড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি গণ-সংগঠন এবং ইসলামী ছাত্রশিবির একটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন। হত্যার রাজনীতির সাথে জামায়াত-ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। কথিত মাসুদের সাথে জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই। আমি আশা করি সরকার যথাযথ তদন্ত করে পুলিশের এএসআইয়ের খুনিদেরকে খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। বিবৃতিতে তিনি নিহত এএসআই ইব্রাহিম মোল্লার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।