১০৭ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি একজন শিক্ষার্থীও

হাওর বার্তা ডেস্কঃ এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১০৭টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিল ১০৯টি। ফলে এ বছর শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা দুটি কমেছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১০টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৮২.২০ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী।

এর আগে, সোমবার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ফলাফলের সারসংক্ষেপ ফলাফল শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছে হস্তান্তর করেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর