ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্সে যানজটে ঢাকা প্রথম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যানজটের শহর হিসেবে বিশ্বে প্রথম স্থানে ঢাকা এবং তার পরের অবস্থানেই রয়েছে ভারতের কলকাতা। শনিবার (২৭ এপ্রিল) বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯’ এ দেখা গেছে এই তথ্য। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও শীর্ষে রয়েছে ঢাকা। প্রতিষ্ঠানটির প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতের কলকাতা যানজটের দিক থেকে দ্বিতীয় শহর। আর তৃতীয় অবস্থানে নয়াদিল্লী। চতুর্থ কেনিয়ার রাজধানী নাইরোবি। পঞ্চমে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ষষ্ঠ শ্রীলঙ্কার কলম্বো, সাতে আছে মুম্বাই শহর।

ফিলিপাইনের ম্যানিলা আছে ৮ নম্বরে। আর ৯ নম্বরে আছে আরব আমিরাতের সারজা এবং ১০ম অবস্থানে আছে ইরানের তেহরান। ট্রাফিক যানজটের জন্য ঢাকার স্কোর হচ্ছে ২৯৭ দশমিক ৭৬। কলকাতার স্কোর ২৮৩ দশমিক ৬৮। ভারতের রাজধানী দিল্লিকে দেয়া হয়েছে ২৭৭ দশমিক ৮১ স্কোর। নাইরোবির স্কোর ২৭৭ দশমিক ৬৬। আর জাকার্তার স্কোর ২৭৪ দশমিক ৩৯। বিভিন্ন দেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ ২০৭টি শহরকে বিবেচনায় নিয়ে এ তালিকা প্রণয়ন করেছে নামবিও। সময় সূচকের ক্ষেত্রে কোনো গন্তব্যে পৌঁছানোকে বোঝানো হয়েছে এই গবেষণায়। এ ক্ষেত্রে কর্মস্থল বা স্কুলে যাতায়াত সময়কে বিবেচনায় নেয়া হয়েছে। আর সময় অপচয় উপসূচকে অসন্তোষের বিষয়টি উঠে এসেছে।

অদক্ষতার সূচক মূলত ট্রাফিক ব্যবস্থাপনায় অদক্ষতা নির্দেশ করে। নামবিও জানিয়েছে, মানুষ সময় বাঁচাতে গণপরিবহন বাদ দিয়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে। এতে করে রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে গেছে। এর আগে ২০১৮ এবং ২০১৭ সালে যানজটে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। ২০১৬ সালে ঢাকার অবস্থান ছিল তৃতীয় এবং ২০১৫ সালে ছিল অষ্টম। এ দিকে বিশ্বের সবচেয়ে কম যানজটপূর্ণ শহরের মধ্যে গতবারের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপর রয়েছে চেক রিপাবলিকের শহর বিয়ারনো, ডেনমার্কের কোপেনহেগেন, সুইডেনের গোথেনবার্গ ও জার্মানির ফ্রাঙ্কফুর্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্সে যানজটে ঢাকা প্রথম

আপডেট টাইম : ১১:২৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ যানজটের শহর হিসেবে বিশ্বে প্রথম স্থানে ঢাকা এবং তার পরের অবস্থানেই রয়েছে ভারতের কলকাতা। শনিবার (২৭ এপ্রিল) বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯’ এ দেখা গেছে এই তথ্য। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও শীর্ষে রয়েছে ঢাকা। প্রতিষ্ঠানটির প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতের কলকাতা যানজটের দিক থেকে দ্বিতীয় শহর। আর তৃতীয় অবস্থানে নয়াদিল্লী। চতুর্থ কেনিয়ার রাজধানী নাইরোবি। পঞ্চমে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ষষ্ঠ শ্রীলঙ্কার কলম্বো, সাতে আছে মুম্বাই শহর।

ফিলিপাইনের ম্যানিলা আছে ৮ নম্বরে। আর ৯ নম্বরে আছে আরব আমিরাতের সারজা এবং ১০ম অবস্থানে আছে ইরানের তেহরান। ট্রাফিক যানজটের জন্য ঢাকার স্কোর হচ্ছে ২৯৭ দশমিক ৭৬। কলকাতার স্কোর ২৮৩ দশমিক ৬৮। ভারতের রাজধানী দিল্লিকে দেয়া হয়েছে ২৭৭ দশমিক ৮১ স্কোর। নাইরোবির স্কোর ২৭৭ দশমিক ৬৬। আর জাকার্তার স্কোর ২৭৪ দশমিক ৩৯। বিভিন্ন দেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ ২০৭টি শহরকে বিবেচনায় নিয়ে এ তালিকা প্রণয়ন করেছে নামবিও। সময় সূচকের ক্ষেত্রে কোনো গন্তব্যে পৌঁছানোকে বোঝানো হয়েছে এই গবেষণায়। এ ক্ষেত্রে কর্মস্থল বা স্কুলে যাতায়াত সময়কে বিবেচনায় নেয়া হয়েছে। আর সময় অপচয় উপসূচকে অসন্তোষের বিষয়টি উঠে এসেছে।

অদক্ষতার সূচক মূলত ট্রাফিক ব্যবস্থাপনায় অদক্ষতা নির্দেশ করে। নামবিও জানিয়েছে, মানুষ সময় বাঁচাতে গণপরিবহন বাদ দিয়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে। এতে করে রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে গেছে। এর আগে ২০১৮ এবং ২০১৭ সালে যানজটে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। ২০১৬ সালে ঢাকার অবস্থান ছিল তৃতীয় এবং ২০১৫ সালে ছিল অষ্টম। এ দিকে বিশ্বের সবচেয়ে কম যানজটপূর্ণ শহরের মধ্যে গতবারের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপর রয়েছে চেক রিপাবলিকের শহর বিয়ারনো, ডেনমার্কের কোপেনহেগেন, সুইডেনের গোথেনবার্গ ও জার্মানির ফ্রাঙ্কফুর্ট।