গরসাচকে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন ফেডারেল আপিল কোর্টের বিচারপতি নেইল গরসাচকে।

সিনেট থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই গরসাচ বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করবেন।

তবে এই মনোনয়নের বিষয়ে শীর্ষস্থানীয় এক ডেমোক্রেট নেতা বলেছেন, সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকেই গর্ভপাত, লিঙ্গ, বন্দুক নিয়ন্ত্রণ আইন, অভিবাসী নীতিসহ অনেক স্পর্শকাতর বিষয়ে শেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে গরসাচ কতটা করতে পারেন এ নিয়ে সংশয় রয়েছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প গরসাচকে একজন চমৎকার বুদ্ধিসম্পন্ন, আইনি শিক্ষায় দক্ষ এবং সংবিধান অনুযায়ী ব্যাখ্যা প্রদানসহ আরও বেশ কিছু বিষয়ে অভিজ্ঞ বলে দাবি করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে গরসাচের মনোনয়ন ঘোষণা করা হয়। তার মনোনয়নের পর পরেই সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিকে মনোনয়ন পাওয়ার পর গরসাচ বলেছেন, ‘আমি সম্মানিত এবং বিনীত।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর