হারিয়ে যাচ্ছে মাছরাঙা

গিয়েছিলাম পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। সেখানে পাথরাজ নদী। নদীর দুই ধারে সারি সারি গাছ, ঝোপ-ঝাড়ে এক অপরূপ প্রকৃতি।

একদিন ভোরে ক্যামেরা নিয়ে নদীর পাড়ে চলে যাই। উদ্দেশ্য পাখির ছবি তোলা। বেশ কয়েকটি পাখির ছবি ক্যামেরাবন্দি করি। শিকারি পাখি মাছরাঙা খুঁজে বেড়াচ্ছি অনেকদিন থেকে। কারণ প্রকৃতির বিরূপ প্রভাব খাল-বিল অবৈধ দখল ঝোপঝাঁড় উজাড়, খাল-বিল জলশূন্যতার কারণে দেশের বিভিন্ন প্রজাতির মাছরাঙা হারিয়ে যাচ্ছে। নদীর পাড় ধরে হাঁটার প্রায় এক কিলোমিটার পর একটি বাঁশঝাড়ের নিচে যেতেই দেখা মিলল একটি ডোরাকাটা মাছরাঙার। এরপর অতি সাবধানে পটাপট বেশ কয়েকটি শট নিয়ে নিলাম। এরপর বাড়ি ফিরে গেলাম।

পরদিন ভোরে পাথরাজ নদীর পাড়ে আরো একটি মাছরাঙা চোখে পড়ে। ঝটপট ছবি তুলে নিলাম।

বাংলাদেশের গ্রাম অঞ্চলের খাল-বিল ও নদী-নালায় এখনও যে প্রজাতির মাছরাঙা পাখিদের দেখা মেলে সেগুলো হচ্ছে- পাকড়া মাছরাঙা, কমলা বা বাদামী মাছরাঙা, বুজ মাছরাঙা, ছোট মাছরাঙা, বুনো মাছরাঙা, লালচে মাছরাঙা, মাথা কালো মাছরাঙা, ফুটকি মাছরাঙা, গুরিয়াল মাছরাঙা ইত্যাদি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর