বধির বোবা? অন্ধ’…… কিশোরগঞ্জের রিয়াদ আহমেদ তুষারের নতুন বই এখন বাজারে

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ইসলামী মেধাবী স্কলার রিয়াদ আহমেদ তুষারের নতুন বই ‘বধির বোবা? অন্ধ’ বইটি বাজারে এসেছে ।
বইটিতে আপনারা জানবেন, ইবাদত দিয়ে কি বোঝায়, মোহাম্মদ (সাঃ) এর অন্যরকম জীবনী, আমি তার চাইতে উত্তম , চোরে চোরে মাসাতো ভাই, কানা লেংরা বোবা পয়গম্বরের দুশমন, বিদআত কি শিরকের চাইতে বেশী গুরুত্বপূর্ণ , আলেম উলামা, অপমান ও লাঞ্চনা, কাবা ঘর যখন মূর্তি, কবরের প্রশ্নে উত্তর দিতে হলে কোরআন পড়া উচিৎ, এরকম ৫৩ টি প্রবন্ধে বই টি লিখেন তিনি।
কৃষিবিদ ও ব্যারিষ্টার রিয়াদ আহমেদ তুষার জানান, বইটি কোরআন বুঝে পড়া এবং গবেষনা করার জন্য উৎসাহ দিবার জন্যই লেখা হয়েছে। এছাড়া ও তার অন্যান্য বই তেমরা ও কি চিন্তা করবে না, ইকরা , তেলওয়াত ও উচ্চারণ বই গুলো পাঠক মহলের চিন্তা জগতে বেশ প্রভাব ফেলেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর